• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরের প্রবীণ রাজনীতিবিদ অলিউল্লাহ সরকারের ইন্তেকাল ॥ আজ জানাজা

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৯, ০৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিউল্লাহ সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। ২৬ জুলাই শুক্রবার বিকেল ৪টার সময় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে নুরুল আমিন রুহুল এমপি বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সঙ্গীকে হারালাম।
মরহুমের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলহাজ্ব অলিউল্লাহ সরকারের পরিবারসূত্রে জানা গেছে, আজ ২৭ জুলাই শনিবার সকাল ১১টায় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।