মতলব উত্তরে গুজব প্রতিরোধে মতবিনিময়


সাম্প্রতিক সময়ে পদ্মাসেতুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বৃহস্পতিবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ছেংগারচর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে গুজব বিষয়ে তিনি সচেতনতামূলক মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, গুজব থেকে দূরে থাকতে হবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রীদের গুজবে বিভ্রান্ত হয়ে নিজের হাতে আইন তুলে না নেয়ার পরামর্শ দেন তিনি। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করাসহ ৯৯৯ নাম্বারে ফোন করার পরামর্শও প্রদান করেন। তিনি ছাত্র-ছাত্রীদের মাদক, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।