• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম

দেশে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্যে বা গুজবে কান না দেয়ার লক্ষ্যে গুজব প্রতিরোধে জেলা পুলিশের সম্মিলিত প্রয়াসের অংশ হিসেবে পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। তিনি গতকাল ২৪ জুলাই বুধবার বিকেল সাড়ে ৩টায় নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিংকালে বলেন, বর্তমান সময় দেশে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চলছে, যা আপনারা লক্ষ্য করে আসছেন। যখন স্মার্টফোনের মাধ্যমে সারাবিশ্বের খবর আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, যখন আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছি, তখন পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে তা আজগুবি গল্প নয় কি? আজ এ ধরনের কথা বলে ছেলেধরা সন্দেহে দেশের বিভিন্ন স্থানে মানুষকে সন্দেহজনকভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। যা আইনবিরোধী ও খুবই অন্যায়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এ ধরনের মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকার জন্যে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সদস্যরাও কাজ করছে। আমরা প্রতিটি থানা পর্যায়ে এ ব্যাপারে সতর্কতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। শুক্রবার জুমার নামাজের খুতবার সময় এ ব্যাপারে মসজিদে আলোচনা করা, কেউ বিভ্রান্তমূলক কথা বললে তা পুলিশকে অবহিত করা, আইন নিজের হাতে তুলে না নেয়া, গুজবে কান না দেয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এ সকল দায়দায়িত্ব আমাদের সকলের। মনে রাখতে হবে দেশটা শুধু পুলিশের না, দেশটা সকলের, তাই গুজবে কান না দিয়ে গুজব রটনাকারীকে প্রতিহত করতে হবে। প্রতিটি ওয়ার্ড, মহল্লা, পাড়ায় জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এ গুজবের কারণে স্কুলে উপস্থিতি কমে গেছে, অভিভাবকগণ চিন্তিত হয়ে পড়েছেন। তাই আমাদের সকলেরই কাজ হবে কোনোরূপ বিভ্রান্তিতে কান না দেয়া এবং তা প্রতিহত করতে পুলিশকে সহযোগিতা করা।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সদর উপজেলার জনপ্রতিনিধিসহ কমিউনিটি পুলিশিং অঞ্চল সদস্যদের সাথে বর্তমান পরিস্থিতির আলোকে পুলিশ সুপার মতবিনিময় করেন।