• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মেধার মূল্যায়ন করলেই মেধাবীরা এ জাতিকে কিছু দিতে সচেষ্ট হবে : জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলার তাহমিনা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে মহৎ কাজ। এ কাজটি সকলে করতে পারে না, যাদের বড় হৃদয় রয়েছে, যারা সমাজের জন্যে কিছু করতে আগ্রহী তারাই একে ক্রমশ এগিয়ে নিতে পারেন। তেমনি একটি প্রচেষ্টার অংশ হিসেবে তাহমিনা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষাকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে। আশা করছি, মরহুমা তাহমিনার স্বামী বারাকাত শিক্ষাবৃত্তির মাধ্যমে যে কাজ শুরু করেছে, তা একদিন পুরো উপজেলায় ছড়িয়ে পড়বে।
তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করলে তারা আরো বেশি উৎসাহ পাবে। অর্থাৎ মেধার মূল্যায়ন করলেই মেধাবীরা এ জাতিকে কিছু দেয়ার জন্যে সচেষ্ট হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বারাকাত উল্লাহ পাটওয়ারীর সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবিব নেভি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, শিক্ষানুরাগী আনিছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে খাঁড়খাদিয়া সপ্রাবিসহ আরো কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ শিক্ষা উপকরণ তুলে দেন।

 

সর্বাধিক পঠিত