• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে চাঁদপুরে নোটবই গাইডবই বিক্রি বন্ধ রাখুন : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার পুস্তক ব্যবসায়ীদের সাথে নোটবই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে সম্প্রতি কিছু অঘটন ঘটছে। যা সচেতন নাগরিক হিসেবে আমাদের কারোরই কাম্য নয়। দেশে কিন্তু অনেক নোংরা কাজ চলছে। যারা এসব গুজব ছড়াচ্ছে  তারা মানুষ নয়, অমানুষ।
তিনি আরো বলেন, আসুন, কিছু ভালো কাজ করি। দেশকে ভালোবাসি। সরকার নিষিদ্ধ করেছে নোটবই ও গাইডবই বিক্রি না করতে। তাই আসুন, আমরা চাঁদপুরে শিক্ষামন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে নিষিদ্ধ নোট এবং গাইডবই বিক্রি বন্ধ করি। আমরা সরকারের নির্দেশক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করবো। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আমরা যদি মোবাইল টিমে যাই তখন আপনাদেরই প্রমাণ করতে হবে আপনাদের কাছে নোটবই ও গাইডবই নেই। এই অভিযান শুধু চাঁদপুরে নয়, পুরো দেশের জন্যেই। কাউকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা আমাদের কাজ নয়। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাই এটা মান্য করা আমাদের দায়িত্ব।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুরের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোর্শেদ সেলিম প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর  রহমান খানের হাতে চাঁদপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি তুলে দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল উদ্দিন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুরের নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত