• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ মোঃ ইলিয়াছ জনপ্রশাসন পদক পাওয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং মাত্যৃ ও শিশু মৃত্যু রোধে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিজিটাল সেবা ব্যবস্থাপনা বিষয়ক উদ্ভাবনী প্রকল্প মা ও শিশু সেবা ব্যবস্থাপনা সফ্টওয়্যার-এর সফল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর জন্যে চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক বর্তমানে যুগ্ম-সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ দলগতভাবে জনপ্রশাসন পদক-২০১৯ লাভ করেন। এই সম্মান প্রাপ্তিতে বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে ডাঃ মোঃ ইলিয়াছ বলেন, এ অর্জন চাঁদপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর অর্জন এ কার্যক্রমকে সফল করার জন্যে যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।