• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইলিশের পাশাপাশি দেশীয় মাছকে বাঁচাতে গুরুত্ব দিতে হবে

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৎস্য সংরক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখায় জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তাঁর বক্তব্য বলেন, মাছ চাষে সমৃদ্ধ সুনীল অর্থনীতির অগ্রগতি এখন চাঁদপুর। খাঁচায় তেলাপিয়া মাছ চাষে লাভ বেশি। এমন দৃষ্টান্ত দেখিয়েছেন এ জেলার মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী। তিনি ইতিমধ্যে তেলাপিয়া চাষে সাফল্যের পথ দেখিয়েছেন তৃণমূলের চাষীদের। সে সুবাদে তিনি মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক পেয়েছেন।
তিনি আরো বলেন, মৎস্যের কার্যক্রম শুধু ইলিশ মাছের প্রজননের সময় নয়। এ কার্যক্রম সারাবছরই। ইলিশের পাশাপাশি দেশীয় মাছকে বাঁচাতে গুরুত্ব দিতে হবে। নির্বিচারে দেশীয় মাছ বিনষ্ট করার সুযোগ নেই। দেশীয় মাছ বাঁচাতে এখনও নদীতে অভিযান অব্যাহত রেখেছি। সবার সহযোগিতা থাকলে দেশীয় মাছে বাজার ভরপুর করতে পারবেন বলে তিনি আশা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর সভাপ্রধানে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফয়সাল বিন রশিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সাংবাদিক শাহআলম মল্লিক, জেলা মৎস্য পেশাজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন।
উল্লেখ্য, ১৭ জুলাই থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্যাপন হয়েছে। সপ্তাহব্যাপী প্রতিদিন সভা, সেমিনার, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ভ্রাম্যমাণ মেলা, জেলেদের উদ্বুদ্ধকরণে সভা ইত্যাদি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ছিলো মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।