• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জয়ন্তীর হত্যার বিচারের দাবিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার মানববন্ধন

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর হত্যার প্রতিবাদে ফেডারেশন অফ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত শিক্ষক। গতকাল বুধবার বিকেল ৩টায় ডিসি অফিসের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এ নৃশংস হত্যাকা-ের বিচারের আমরা জোর দাবি জানাচ্ছি। প্রশাসন যেনো এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করে। আমরা শিক্ষক সমাজসহ সকল নাগরিকের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এ ধরনের মৃত্যু আমাদের কাম্য ছিলো না। দ্রুত ঘটনার নিরসন না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপ্রধানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব পীরজাদা মাহফুজ উল্যাহ খান, যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন টিটু, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, লিটল চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাবিবুর রহমান খান, চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন, ওয়াইডাব্লিউসিএ নার্সারীর অধ্যক্ষ কবিতা সাহা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিন্ডি মায়ার, হক ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষসহ শত শত শিক্ষক অংশ নেন।

 

সর্বাধিক পঠিত