• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হরিসভা এলাকায় ট্রলারডুবি

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে ইটবাহী ট্রলার অমিত উর্মি ডুবে গেছে। গতকাল ২৪ জুলাই বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। ২৩ জুলাই জনৈক মিলন মাঝির মালিকানাধীন অমিত উর্মি ট্রলারটি মুলাদী খেঁজুরতলা থেকে চাঁদপুর চৌধুরীঘাট এলাকার ইট ব্যবসায়ী শিশিরের ৩০ হাজার ইট ও পুরাণবাজারের বিভিন্ন ব্যবসায়ীর খালি প্লাস্টিকের প্রায় ১০০টি ব্যারেল নিয়ে চাঁদপুর আসছিলো। সকাল ১০টার দিকে চাঁদপুর মোলহেডের পাশ দিয়ে ডাকাতিয়া নদীতে ঢোকার মুখে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে মেঘনার প্রচ- ¯্রােতে ট্রলারটি দক্ষিণদিকে বহরিয়া এলাকার দিকে ভাসতে ভাসতে চলে যায়। ট্রলারটির এ অবস্থার কথা শুনে মালিক পক্ষও ইঞ্জিনচালিত ২টি ট্রলার নিয়ে তাৎক্ষণিক এর পেছনে ছুটে আসে এবং ইটবাহী ট্রলারটিকে বেঁধে চাঁদপুর ঘাট এলাকায় নিয়ে আসার সময় হরিসভা এলাকা পার হওয়ার সময় প্রচ- ¯্রােতের মুখে পড়ে। একসময় ইটবাহী ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুরান ফায়ার সার্ভিস এলাকার শহর রক্ষাবাঁধের ব্লকের সাথে ধাক্কা লাগে। তখন ট্রলারের তলদেশ ফেটে মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সারেংসহ ৫ জন নিরাপদে উপরে উঠে আসতে সক্ষম হয় এবং খালি ব্যারেলও উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান জানা গেছে।

 

সর্বাধিক পঠিত