• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মিলাদ ও দোয়া

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ৩য় তলায় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।
দোয়া ও মোনাজাতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ রুহুল আমিন-১, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সহকারী পিপি অ্যাডঃ মোকতার আহমেদ অভি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমউল্লা সেলিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, অ্যাডঃ লোকমান হোসেন, অ্যাডঃ আবদুর রহমান, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ খায়রুল আলম ঝুমন, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ এমএ হালিম, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামসহ অন্য আইনজীবীগণ।