• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর রোগমুক্তি কামনায় জেলা শিক্ষক সমিতির মিলাদ মাহফিল

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টিবোর্ড সদস্য তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। ১৭ জুলাই বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনা করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস মসজিদে গতকাল বুধবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। সে সাথে শিক্ষামন্ত্রীর জন্যেও দোয়া করা হয়।
মিলাদ মাহফিলে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্বাস উদ্দিনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, হাইমচরের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াসুর রহমান, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, মতলব নাউরী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক সমিতির নেতা মোঃ কবির হোসেন, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সোহাগ, ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ও কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তফাদার, তরপুরচ-ী  জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ষোলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মমিন গাজী, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ মারুফ হুসাইন, পূর্ব  শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস মসজিদের ইমাম হাফেজ জোবায়েরসহ সমিতির বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক  এবং বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল হোসেন। মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।