• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় চাঁদপুর চেম্বার অব কমার্সের দোয়া

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৯, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ তৌফিক নেওয়াজের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই বুধবার বেলা ১১টায় চাঁদপুর চেম্বার ভবনে চেম্বার পরিচালনা পরিষদের সভায় এই দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মোঃ মাইনুল ইসলাম কিশোর, মোঃ হযরত আলী, আমিনুর রহমান বাবুল, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, মোঃ জামাল হোসেন, গোপাল চন্দ্র সাহা, চেম্বারের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গত ১৭ জুলাই বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।