শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানায় মিলাদ দোয়া


শিক্ষামন্ত্রী আলহাজ¦ ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ তরপুরচ-ী শাহসুফি হাফেজ মমতাজ উদ্দিন (রহঃ) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই বুধবার বাদ যোহর উক্ত মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত শেষে মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল কাদের। দোয়ানুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, চাঁদপুর দর্পণের মফস্বল সম্পাদক ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, মাদ্রাসার পরিচালক মোঃ হুমায়ুন কবির, সমাজসেবক আক্তার হোসেন খান, তাজুল ইসলাম খোকন, রোস্তম উদ্দিন ঢালী, শরিফ উদ্দিন প্রধানীয়া প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী আলহাজ¦ ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে কয়েকদিন যাবত ঢাকা ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসধীন আছেন।