• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা

প্রতিবেশীরা জয়ন্তী দম্পতিকে একটি আদর্শ পরিবার হিসেবে দেখেছে

প্রকাশ:  ২৪ জুলাই ২০১৯, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী ও তার স্বামী অলোক কুমার গোস্বামী দম্পতিকে তাদের প্রতিবেশীরা একটি সুখী ও আদর্শ পরিবার হিসেবে দেখেছে। ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে জয়ন্তী-অলোক দম্পতি এই কোয়ার্টারে থাকেন ২০ বছরেরও উপরে। তাদের ঘরে কখনো একটি চুরির ঘটনাও ঘটেনি। শুধু তাদের ঘরই নয়, কোয়ার্টারের ভেতরে এ পর্যন্ত কোনো ধরনের চুরি, ডাকাতি বা কোনো অপ্রীতিকর ঘটনাও কখনো ঘটেনি। খুন হওয়া শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর স্বামী অলোক গোস্বামী এবং ওই স্টাফ কোয়ার্টারের বাসিন্দারাই এমন কথা জানালেন। অলোক কুমার গোস্বামী নিজেই বললেন, ‘আমি রাত ১টা ২টায়ও বাসায় ফিরেছি। কখনো কোনো সমস্যা হয়নি। অথচ দিনে-দুপুরে আমার ঘরেই এমন একটি ঘটনা ঘটে গেলো, তা কিছুতেই মেনে নিতে পারছি না। ভেবেও কুলকিনারা পাচ্ছি না কেনো এমন একটি ঘটনা ঘটলো।’
ষোলঘরস্থ পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এবং খুন হওয়া শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর প্রতিবেশী আবু মিয়া ও আলী আজগর এ প্রতিবেদককে জানান, আমরা এ কোয়ার্টারে ১৪-১৫ বছর যাবৎ থাকি। অলোক দাদা এবং জয়ন্তী দিদিকে আমরা শুরু থেকেই দেখে আসছি এবং চিনে আসছি। তারা অত্যন্ত ভালো মানুষ। পুরো পরিবারটি একটা নিরিবিলি পরিবার। বিশেষ করে দিদিকে দেখেছি খুবই শান্ত প্রকৃতির এবং নিরিবিলি একজন মানুষ। কখনো কারো সাথে একটা কটু বাক্যও হয়নি। আর এমন একজন ভালো মানুষকে কারা কেনো খুন করলো, তা কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী।

 

সর্বাধিক পঠিত