শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় জেলা পুলিশের দোয়া
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক


শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টিবোর্ড সদস্য তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা পুলিশ চাঁদপুর-এর পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনা করে পুলিশ লাইন্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা পুলিশের সকল সদস্য এ দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হন।