• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে চাঁদপুর জেলা উদীচীর মানববন্ধন

প্রকাশ:  ২৪ জুলাই ২০১৯, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ৬৬নং ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যাকা-ের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা উদীচী। ২৩ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাসের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাক জহির উদ্দিন বাবরের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি মনীষা চক্রবর্তী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক রঞ্জিত কুমার বণিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার, জেলা সভাপতি মোস্তফা কামাল বাবুল, সদরের সভাপতি সাহাবুদ্দিন পাটওয়ারী, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ব্যাংকার মজিবুর রহমান, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন বাপ্পী, কোষাধ্যক্ষ প্রণব ঘোষ, সম্পাদকম-লীর সদস্য মৈত্রী দত্ত, শাহরাস্থি উপজেলার সদস্য জান্নাতুল ফেরদৌস, যুব ইউনিয়ন নেতা সোহেল রানা, জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোহনা আফরিন মিলি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ জুলাই রোববারে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে ১টি সংরক্ষিত এলাকায় নৃশংসভাবে যেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হলো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের জোর দাবি রাখছি।