হাজীগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাছ চাষ বিষয়ক আলোচনা


হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাছ নিয়ে চাষ আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্যাপনের পঞ্চম দিনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় মাছ চাষের গুরুত্ব ও প্রয়োজনীতা, করণীয় এবং সরকারি বিধি নিষেধসহ মৎস্য আইনের বিশদ আলোচনা উপস্থাপন ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহমুদ মোস্তফা। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম। সঞ্চালনা করেন ক্ষেত্র সহকারী মোঃ মাহবুবুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এয়াকুব আলী, ইমাম হোসেন, হাবিব উল্যাহ্, অমলন্দ শীল, রাধা রমন ভৌমিকসহ অন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ (১৭-২৩ জুলাই)-এর উদ্বোধন করা হয়। ষষ্ঠ দিনে হাজীগঞ্জ বাজারে মৎস্য চাষ বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা এবং সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯-এর মূল্যায়ন সভা, সমাপনী অনুষ্ঠান ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।