• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কাল ফরিদগঞ্জে নূর মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রকাশ:  ২৪ জুলাই ২০১৯, ১১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামীকাল ২৫ জুলাই বৃহস্পতিবার ফরিদগঞ্জে ‘নূর মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন’-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ আশরাফুর রহমান শাওন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসামান। বিশেষ অতিথি থাকবেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন ও দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশনের কর্মকর্তা নূর সারা কাদের।
২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার কলেজগুলোতে ভর্তিকৃত শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে। সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক।

সর্বাধিক পঠিত