নিরাপদ সড়ক বিষয়ে স্কুল ও মাদ্রাসায় নিসচার ক্যাম্পেইন


চাঁদপুরে নিরাপদ সড়ক বিষয়ে স্কুল ও মাদ্রাসায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সড়কে চলাচলে ডান পাশে হাঁটা এবং রিক্সা, অটোরিক্সা ও সিএনজিতে বাম পাশ দিয়ে উঠা-নামা করা, অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়িতে না উঠা এবং সড়ক নিরাপদ রাখার করণীয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
গত শনিবার সকালে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে এবং দুপুরে বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক বিষয়ে ছাত্র-ছাত্রীদের করণীয় প্রশ্নের জবাবে সঠিক উত্তরদাতাকে নিসচার পক্ষ থেকে নগদ টাকা ও পুরস্কৃত করা হয়।
নিসচার জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ আলম মল্লিক। এছাড়া বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর ট্রাফিক বিভাগের (টিআই) ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিসচার জেলা সহ-সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা সেতু প্রমুখ।
সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আল আকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ, সদস্য আল মামুন, ফাতেহা রাব্বানী নিশাত ও মোঃ বাদশা ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দুটি অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২শ' ছাত্র-ছাত্রী অংশ নেয়।