• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন

প্রকাশ:  ২২ জুলাই ২০১৯, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই বিকেল ৪টায় মতলবগঞ্জ জেবি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি বিল্লাল হোসেন।
    কাউন্সিলে     মতলব     দক্ষিণ উপজেলা সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস-এর সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোশারেফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি আবদুল গনি, মতলব দক্ষিণের সাবেক সভাপতি জালাল উদ্দিন সাগর ও মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।
    সঞ্চালনা করেন মতলব দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম ফয়েজুল আলম। সভায় সর্বসম্মতিক্রমে আলী আক্কাছকে সভাপতি, মোঃ নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও কে এম ফয়েজুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্যান্য পদে যথাক্রমে স্বরাপানন্দ, অমৃতলাল বিশ^াস, মনির হোসেন, জহিরুল ইসলাম ও শাহআলম প্রধানকে সহ-সভাপতি, বিল্লাল হোসেন, মোঃ মাসুদ মজুমদার ও মোঃ শাহ আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, এটিএম মোঃ আরিফুল ইসলাম, আব্দুস সালাম ও ইকবাল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, এটিএম মাহবুবুর রহমানকে অর্থ বিষয়ক সম্পাদক, কোহিনুর আক্তারকে নারী বিষয়ক সম্পাদক, মোঃ মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, কামাল হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাবিবুর রহমানকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অমলেন্দুকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, মনিন্দ্র কুমার মন্ডলকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দুলাল হোসেন মিয়াজীকে ক্রীড়া সম্পাদক, নেছার আহম্মেদকে সমাজকল্যান বিষয়ক সম্পাদক, মোঃ বিলাল হোসেন, মোস্তফা কামাল মিয়াজী ও মনির হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়।