• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় চাঁদপুর পৌর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের দোয়া অনুষ্ঠান

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় চাঁদপুর পৌর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের যৌথ আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওঃ তোয়াহা। মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সহ-অর্থ সম্পাদক মজিবুর রহমান মজু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল পাটওয়ারীসহ চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
উল্লে¬খ্য, শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।