• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শনিবার হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ৪র্থ ব্যাচের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ও চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মোঃ আলমের সভপ্রধানে প্রতিষ্ঠানের হলরুমে এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন শাহজাহান বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক শফিকুল ইসলাম, আবুল ফারাহ মজুমদার, নাজমুস সাকিব সোহেল, তানজিমুল ইসলাম মামুন, আবু রায়হান সোহেল, আমিরুন আক্তার ও হাজীগঞ্জ মেডিকেল ইনিস্টিটিউটের ইন্সট্রাক্টর জুনায়েদ আহমেদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন ও আফরোজা ইসলাম।
শিক্ষার্থী রবিউল আলম ও মোঃ রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিপ্লব চন্দ্র দাস এবং মানপত্র পাঠ করেন শামসুন্নাহার। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাহানী আক্তার। আরো বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল। নবীনদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মাসুম। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন ৮ম পর্বের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং  দেশাত্মবোধক, আধুনিক ও লোকজ গান পরিবেশন করেন শিক্ষার্থী শামসুন্নাহার মিশু, বিপ্লব চন্দ্র দাস, নুসরাত জাহান, আকলিমা আক্তার, তাহানী আক্তার প্রমুখ।
শিক্ষক মোঃ সরওয়ার হোসেন, মোঃ শাকিল উদ্দিন, শুভ্র কুমার চক্রবর্তী, শিউলী আক্তার, শাহ আজিজুর রহমান, মোঃ জামাল হোসেনসহ অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, শিক্ষক, অভিভাবক, বিদায়ী, অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।