• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে লালন করে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনয়াতন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপ্রধানে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা জাবের মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য অফিসার জহিরুল। আলোচনা সভা শেষে অতিথিগণ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

 

সর্বাধিক পঠিত