• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আলগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার নবীনবরণ

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলগীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার ১ম বর্ষের আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ডাঃ দীপু মনি এ মাদ্রাসার উন্নয়নের জন্যে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, এ গরমে শিক্ষার্থীদের ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি ব্যক্তিগত তহবিল থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করে দেবো।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এ মাদ্রাসায় নতুন, তোমাদের বড় ভাই-বোনদের দেখে শিখে শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। ভালোভাবে লেখাপড়া করে ডাঃ দীপু মনির আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহিন মিয়াজির সভাপ্রধানে ও আরবি প্রভাষক আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, সাবেক অধ্যক্ষ মহিউদ্দিন পাটওয়ারী, আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এমএ লতিফ, মনুমিয়া সরদারসহ শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত