• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাপ্তাহিক ছুটিসহ ৫ দফা দাবি না মানায় ফার্মেসী কর্মচারীদের ক্ষোভ

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২২:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাপ্তাহিক ছুটিসহ ৫ দফা দাবি আদায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চাঁদপুর ফার্মেসী কর্মচারী ঐক্য পরিষদ। পরিষদের আহ্বায়ক শাওন চৌধুরী এবং সদস্য সচিব মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ঔষধের দোকানগুলোতে কর্মচারীরা ‘কলুর বলদের’ মতো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসছি। তাতে কোনো সাড়া দেয়া হচ্ছে না। দাবি আদায়ের বিষয়ে আবারও জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
সাপ্তাহিক ছুটিসহ ৫ দফা দাবি জানিয়ে গত ১১ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নিকট স্মারকলিপি প্রদান করে চাঁদপুর ফার্মেসী কর্মচারী ঐক্য পরিষদ। স্মারকলিপিতে তাদের দাবি ছিলো- প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ফার্মেসী কর্মচারীদের বিরামহীন কাজ করতে হয়। রাষ্ট্রীয় ছুটিতে পর্যন্ত মালিকরা দোকান খোলা রাখেন। এতে তারা শারীরিক বিশ্রাম ও পারিবারিক কোনো কাজে অংশ নেয়ার সুযোগ পায় না। তার উপর প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ হিসেবে যে সময়টুকু তারা পেতো, তাও সম্প্রতি ফার্মেসী মালিক সমিতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে ফার্মেসী মালিক ও কর্মচারীদের মধ্যে চরম অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। তারা সাংবাদিকদের আরো জানান, মালিক ও কর্মচারীর এ দ্বন্দ্ব সমাধানে অবিলম্বে মাসে ৪ দিন ছুটি কার্যকর করা হোক। এর সাথে শ্রম আইন অনুযায়ী কর্মদিবসকে শিফটের মাধ্যমে ৮ ঘন্টায় আনতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সাধারণ ছুটি, নৈমিত্তিক ছুটিসহ উপযুক্ত কারণ ব্যতীত কর্মচারী ছাটাই না করাসহ ৫ দফা দাবি জানান। এ দাবি পূরণ না হলে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান।