• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় পুরাণবাজার বড় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ১৩:৫৩ | আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৪:০৮
স্টাফ রর্পিোটার ।।
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবি তৌফিক নেওয়াজ এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।
প্রিন্ট
চাঁদপুর শহরের পুরানবাজারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবি তৌফিক নেওয়াজ এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বাদ জুম্মা পুরাণবাজার ঐতিহাসিক বড় মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলি মাঝির আয়োজনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদের প্রেস ইমাম মূফতি ইব্রাহীম খলিল মাদানী। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী শাহ আলম বেরাপী, চাঁদপুর পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর আসলাম গাজী, সহ সভাপতি তৈমুর হাছান টিপু, ডেঙ্গু খান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক কামাল ঢালী, কার্যকরী কমিটির সদস্য হাজী আব্দুল মান্নান শেখ। এছাড়া মিলাদ অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য মাননীয় শিক্ষামন্ত্রীর স্বামী বিশিষ্ট আইনজীবি তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।