পুরাণবাজার কলেজের সন্তোষজনক ফলাফলে গভর্নিং বডির অভিনন্দন


চাঁদপুরের বেসরকারি কলেজের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান পুরাণবাজার ডিগ্রি কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল করেছে। প্রতিষ্ঠার পর এবারই প্রথম সর্বোচ্চ পাসের হারের কৃতিত্ব লাভ করলো কলেজটি। এবার কলেজের মোট পাসের হার ৮৪.৬৭ ভাগ। মোট পরীক্ষার্থী ছিল ৪২৪ জন, পাস করেছে ৩৫৯ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯.২৪ ভাগ, মানবিক বিভাগে পাসের হার ৮০.৭৮ ভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৬.১৫ ভাগ।
এই সাফল্যজনক ফলাফলের জন্যে কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ অন্য সদস্যগণ কলেজের শিক্ষার্থী, শিক্ষকম-লী, অভিভাবকসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে যেনো আরো ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্যে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।