• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কাল শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ও জেলা প্রশাসক পান্ডুলিপি পুরস্কার প্রদান অনুষ্ঠান

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৯, ০৯:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামীকাল ১৯ জুলাই শুক্রবার বিকেল ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৭ ও ২০১৮ এবং জেলা প্রশাসক পা-ুলিপি প্রতিযোগিতার পুরস্কার-২০১৮ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
২০১৭ সালের জন্যে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ পাচ্ছেন কাজী শাহাদাত (সৃজনশীল সংগঠক), গৌরাঙ্গ সাহা (সঙ্গীত), শরীফ চৌধুরী (নাট্যকলা), গোবিন্দ মন্ডল (যাত্রাপালা) ও পীযূষ কান্তি রায় চৌধুরী (আবৃত্তি)।
২০১৮ সালের জন্যে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ পাচ্ছেন মুখলেসুর রহমান মুকুল (লোক সাহিত্য), চম্পক সাহা (সঙ্গীত), চন্দন সরকার (নাট্যকলা), বাবুল কৃষ্ণ বিশ্বাস (যন্ত্র সঙ্গীত) ও রাখাল চন্দ্র মজুমদার (সৃজনশীল সংগঠক)।
‘জেলা প্রশাসক পান্ডুলিপি প্রতিযোগিতা-২০১৮’-এ পুরস্কার পাচ্ছেন কবিতায় ‘নদীপাঠ’ পা-ুলিপির জন্যে কবি ইকবাল পারভেজ এবং প্রবন্ধে ‘শিল্প চিত্র মত ও মতবাদ’ পা-ুলিপির জন্যে লেখক সৌম্য সালেক।
সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।