আজ মতলবে আসছেন নুরুল আমিন রুহুল এমপি


চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল বৃহস্পতিবার সকালে দুদিনের সফরে মতলবে আসছেন। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার ১৯ জুলাই সকাল সাড়ে ৯টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে মতলব উত্তর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়ন কর্মকা-ের জন্যে অনুদান প্রদান করবেন।
সকাল সাড়ে ১০ টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ এবং র্যালিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর দেড়টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্যে জমি পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভায় উপস্থিত থাকবেন। পরদিন শুক্রবার ২০ জুলাই সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার নাউরীর নিজ বাড়িতে স্থানীয় নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। পরে নিজ গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করে একটি কুলখানিতে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।