ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত


ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজারে অগ্নিকা-ে ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূচনা হয়। এতে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো : ফিরোজ আলমের রড সিমেন্টের দোকান, মাহবুবুর রহমানের ঔষধ ফার্মেসী, তুহিন রায়হানের মোটর পার্টসের দোকান, আনোয়ার হোসেনের পাইকারী মুদী দোকান, কলিম উল্যাহর লেপ-তোষকের দোকান। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে চাঁদপুর ও রায়পুর থেকে দুটি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্তরা জানায়, আগুনে তাদের ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।