• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

সম্ভাব্য বন্যায় যাতে আমাদের ক্ষতি কম হয় সে চেষ্টাই করছি : জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৯, ০৯:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত। দুর্যোগে ক্ষতির পরিমাণ যেনো কম হয় সেটা  মোকাবেলা করাই হলো আমাদের প্রধান কাজ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি যেনো নেয়। সে ব্যাপারে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে সর্বোত্তম মেসেজটি জানিয়ে দিয়েছি।
তিনি জানান, তবে শুক্রবার ও শনিবার দুর্যোগের আশঙ্কা হতে পারে। আর এ বন্যাতে আমাদের ক্ষতি যেনো কম হয় সে চেষ্টাই করছি। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আল্লাহর দরবারে বিশেষ দোয়ার ব্যবস্থা করার জন্যে ইসলামিক ফাউন্ডেশনকে বলা হয়েছে। তিনি আরো বলেন, চাঁদপুরের মধ্যে হাইমচর, চাঁদপুর সদর, মতলব উত্তর ও দক্ষিণের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ। ওইসব এলাকায় খুব দ্রুত ত্রাণ এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা মোকাবিলা করার মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমাদের। তবে বন্যার পরিস্থিতি আগামী শুক্র ও শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও আমরা সকলকে সচেতন করার লক্ষ্যে সভা-সমাবেশ করছি।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কেবিএম জাকির হোসাইনের সভাপ্রধানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ, জেলা ইউনিটের কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
বর্তমান পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের আলোকে জেলা প্রশাসক বলেন, মিনি কক্সবাজার এলাকাটি এখন বর্তমানে ঝুঁকিপূর্ণ। সেখানে কোনোভাবেই কেউ যেনো না যায়। সে ব্যাপারে আমরা সকলকে বলে দিচ্ছি। এখন বর্ষা মৌসুম। চাঁদপুরের মিনি কক্সবাজারে ভ্রমণ করা এবং সেখানে অবস্থান করা যাবে না। আপাতত পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কেউ যেনো মিনি কক্সবাজার না যান।

 

সর্বাধিক পঠিত