• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রঘুনাথপুর ওয়াপদা হতে বালিয়া রাস্তার বেহাল দশা

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৯, ০৯:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ও ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে পুরাণবাজার রঘুনাথপুর ওয়াপদা হতে বালিয়া রাস্তা। রঘুনাথপুর বেপারী বাজার সংলগ্ন খনকার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম পর্যন্ত উক্ত রাস্তাটির বেহাল দশা লক্ষ্য করা গেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটির বেহাল দশার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই দুই ইউনিয়নের বাসিন্দাদের। এ রাস্তার খনকার মাদ্রাসার স্থান দিয়ে পিচ ঢালাই পাথর ও কংক্রিট উঠে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এখান দিয়ে যান চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এরকম অনেক স্থানেই রাস্তা ভাঙ্গা। এলাকাবাসীর চলাচলে দুর্দশার কথা বিবেচনা করে রাস্তাটি পুনঃসংস্কারের দাবি ভুক্তভোগীদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

সর্বাধিক পঠিত