• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রহিমানগরে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৯, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদের ১৫নং সদস্য সালাউদ্দীন ভূঁইয়ার উদ্যোগে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর টিএন্ডটি রোড সংলগ্ন আলী মডেল টাউন মাঠে ৭০জন অসহায়ের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
রহিমানগর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, কামরুন নাহার ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল পাসা কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, রহিমানগর কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শুভজিৎ দাস প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত