আন্তর্জাতিক বলদেব সংঘের গুরু পূর্ণিমা মহোৎসব


আন্তর্জাতিক বলদেব সংঘ চাঁদপুরের আয়োজনে শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে উদ্যাপিত হয়েছে শ্রীশ্রী গুরু পূর্ণিমা মহোৎসব। এ উপলক্ষে গত ১৫ জুলাই সোমবার বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে ভজন সঙ্গীত, রামগঞ্জের মানিক গোস্বামী কর্তৃক শ্রীমদ্ভাগবত পাঠ, সোমা দত্তের পরিচালনায় গীতি নৃত্যনাট্য, পরদিন ১৬ আষাঢ় মঙ্গলবার সকাল ৭টা ২০মিনিটে গুরু পূজা, জপ ধ্যান, পুষ্পাঞ্জলি প্রদান ও গুরু দেবাস্ট কর্ম কীর্তন শেষে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী মানিক গোস্বামী, অভিজিৎ চক্রবর্তী, বিশ^জিৎ চক্রবর্তী, সুখরঞ্জন চক্রবর্তী ও দিলীপ চক্রবর্তী। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা ও ভজন সংগীত। আন্তর্জাতিক বলদেব সংঘ চাঁদপুরের সভাপতি ননী গোপাল সাহার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জয় রাম রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা অধ্যাপক সুভাষ চন্দ্র রায়।
আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক বলদেব সংঘের স্বপন সাহা, শ্রী কৃষ্ণ সাহা, শম্ভুনাথ সাহা কালু, নন্দ গোপাল সাহা, তমাল সাহা, গিরীধারী সাহা, রঞ্জিত পোদ্দার, শ্যামল দাস প্রমুখ। আলোচনা সভা শেষে দুপুর ১২টায় ভোগ আরাধনা কীর্তন শেষে অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনসহ শঙ্খ উলুধ্বনির মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক বলদেব সংঘ আয়োজিত গুরু পূর্ণিমা মহোৎসব ১৪২৬ বাংলা। অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চৌমুহনী, মাইজদী, রামগঞ্জ, সোনাপুর সহ বিভিন্নস্থান থেকে বলদেব সংঘের ভক্তবৃন্দের আগমন ঘটে। তারা নেচে-গেয়ে প্রসাদ গ্রহণ শেষে বাড়ি ফিরে যান। প্রতি বছরই কালীবাড়ি মন্দিরে ব্যাপক আকারে গুরু পূর্ণিমা মহোৎসবের আয়োজন করে আসছে আন্তর্জাতিক বলদেব সংঘ চাঁদপুর। এছাড়াও চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও পুরাণবাজার শ্রী জগন্নাথ মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গুরু পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে ব্যাপক আয়োজনে।
উল্লেখ্য, এদিন শিষ্যগণ তাদের গুরুদেবকে স্মরণ করে গুরু কৃপালাভে গুরু পূর্ণিমা উৎসব পালন করে থাকে। তাদের বিশ^াস গুরু কৃপা হলেই সকল বিপদ থেকে পরিত্রাণ সহ সুখ-শান্তি লাভ করা যায়।