• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বিএমএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৯, ০৮:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ৭ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন। সংগঠনের সভাপতি নারায়ণ রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের পরিচালনায় অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, ফরিদগঞ্জ এআর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের উত্তরসূরি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক কামরুল  হাসান  সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক ও বিএমএসএফ চাঁদপুর জেলা শাখার সদস্য প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ লেখক ফোরামের মহাপরিচালক নুরুল ইসলাম ফরহাদ। এছাড়া প্রেসক্লাবের ও বিএমএসএফের সদস্যসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ৭ বছর পূর্তি উৎসবের সূচনা করেন অতিথিবৃন্দ।