• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দৃষ্টি আকর্ষণ

ময়লা-আবর্জনা থেকে ধর্মীয় উপাসনালয়ও রক্ষা পেলো না

প্রকাশ:  ১৬ জুলাই ২০১৯, ২২:৫১ | আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের প্রাণকেন্দ্র মিনার্ভা পূজা মন্দির, মেথা রোড। যেই ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে লাগোয়া এই ডাস্টবিনটা আজ অনেকদিন ধরেই। আমার পুরোনো এলাকা,,, বর্তমানে নতুন করে এই পাড়ার আবার বাসিন্দা হতে যাচ্ছি। ওইদিন বাসা ঠিক করতে ঢুকেই এই অসংগতটি লক্ষ্য করলাম। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে এভাবে লাগোয়া ডাস্টবিন যে কোন ধর্মপ্রাণ মানুষের জন্যই হৃদয়বিদারক ও বিষয়টি দৃষ্টিকটুও বটে। আর ময়লা যেভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয় তাতে বাসা বাড়িতে মানুষের থাকা দায় এবং রাস্তায় মানুষ চলাচল করতেও নাকে রুমাল চেপে চলতে হয়। তাই এই ডাস্টবিনটি অপসারণ করা এখন সময়ের দাবি।

 

সূত্র : ইহা Shuvro Rakshit এর ফেসবুক হতে নেয়া।