• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান

দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে একটি মহল উঠেপড়ে লেগেছে

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুজব, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণ, ফেসবুকে সরকারের কর্মকা- নিয়ে অপপ্রচার, মাদকের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, নদীবন্দর এলাকার ঘাটের মুখ বন্ধ করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাঁদপুর বাসস্ট্যান্ড, ডিসি অফিসের সামনে, বাবুরহাট বাজার, মতলব রোডের মুন্সিরহাট এবং হাজীগঞ্জ বাজার সড়কের উপর সৃষ্ট যানজট নিরসনসহ আরো বিভিন্ন বিষয়ের উপর কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় সজাগ থাকা, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত, নদী ভাঙ্গন বিষয়টি মনিটরিং, খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদার রাখা, ফরিদগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি এবং মাদকের ব্যাপকতা নিয়েও আলোচনা হয়।
ঈদুল আযহা যেনো ভালোভাবে উদ্যাপিত হয় এ ব্যাপারে ব্যবস্থা নেয়া, কোরবানির পশুরহাট, গরু-ছাগল মোটাতাজাকরণ বিষয়সহ আরো নানা বিষয় নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়েছে।
গতকাল ১৪ জুলাই রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান।
সভার শুরুতে বিগত মাসের প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ।
উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া পৌরসভার মেয়র মোঃ নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা ভূমি কর্মকর্তা রুমন দে, হাইমচর ইউএনও ফেরদৌসী বেগম, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ তাজ বিল্লাহ, চাঁসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেদী হাসান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ হোসেন প্রমুখ। এছাড়া সড়ক ও জনপথ এবং এলজিইডি অফিসের প্রতিনিধি সহকারী প্রকৌশলীগণ বক্তব্য রাখেন।
সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন, কোস্টগার্ড কমান্ডার লেঃ ফয়সাল বিন রশিদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপ্রধানের বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান বলেন, উজানের পানির চাপ আরো বাড়লে বন্যার আশঙ্কা আছে। হাইমচরে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এসব নেতিবাচক কার্যক্রম জাতীয় পর্যায় থেকেই শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থাগ্রহণের জন্যে সরকার থেকে নির্দেশনা রয়েছে। চাঁদপুরেও যারা এসব কর্মকা- করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা সুন্দর একটি কর্মপরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরের সুনাম ধরে রাখবো। লঞ্চঘাটে টোল আদায়ের কারণে যানজট সৃষ্টি এবং মানুষ যাতে হয়রানির শিকার না হয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে। তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে।
তিনি আরো বলেন, গেলো ঈদের জন্যে কিছু কার্যক্রম নেয়া হয়েছিলো। ঈদুল আযহার সময়ও সে কার্যক্রমগুলো আমরা রাখবো। কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে সড়কে যানজট, ইনজেকশন দিয়ে পশু মোটাতাজাকরণ যাতে না হয় তা দেখা হবে। উপজেলাসমূহের হাটগুলো মনিটরিং করা হবে, যাতে অসুস্থ গরু বিক্রি না হয়। চাঁদপুর-বাবুরহাট-মতলব সড়কটিকে আমরা একটি মডেল সড়ক হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।
সর্বশেষ তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে একটি মহল উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, দেশের উন্নয়নকে ব্যহত করতে হলে আইনশৃঙ্খলাকে ব্যহত করতে হবে, সে টার্গেট নিয়ে গুজবসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এসব বিষয়ে চাঁদপুরের আইনশৃঙ্খলা যাতে কেউ ব্যহত করতে না পারে উপজেলা পর্যায় থেকে সবাইকে সোচ্চার থাকতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুরের পুলিশ বিভাগ বেশ তৎপর আছে। ফরিদগঞ্জ, মতলব এবং চাঁদপুর সদরে ছেলেধরা সন্দেহে যে ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনায় মামলা হয়েছে, আসামী ধরা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনেও একটি মামলা হয়েছে। গুজব বিষয়ে আমরা সজাগ আছি। সাইবার পেট্রোলিং ইউনিট কাজ করছে।
তিনি আরো বলেন, আমরা সবাই মাদকের ব্যাপারে সোচ্চার। ১২০টি মাদকের মামলা হয়েছে। আটক করা হয়েছে ১৬৩ জনকে। মামলা হচ্ছে, আটক হচ্ছে কিন্তু মামলা কমছে না। মাদককে অনেকাংশে কমিয়ে আনার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

সর্বাধিক পঠিত