• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির শোক

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নয় বছরের সফল রাষ্ট্রনায়ক সাবেক রাষ্ট্রপতি, বর্তমান সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, মোঃ সফিউল আজম শাহজাহানসহ নেতৃবৃন্দ। তাঁরা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শহর জাতীয় পার্টির শোক
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর শহর জাতীয় পার্টির নবাগত আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম খান ও সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম বেপারীসহ নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসএমএম আলমের শোক
অস্ট্রেলিয়ার সিডনীতে অবস্থানরত জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য এসএমএম আলম পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় এসএমএম আলম এরশাদকে অমূল্য সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন যোগ্য অভিভাবককে হারালো। তাঁর সাথে এরশাদের নানা স্মৃতিচারণ করে তিনি বলেন, এরশাদ ছিলেন তাঁর কাছে পিতৃতুল্য। তাঁকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে গেছেন এরশাদ। সবসময় অভিভাবকের মতো উপদেশ ও পরামর্শ দিতেন। তাঁর শাসনামলকে ইতিহাসের অন্যতম সোনালি সময় হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে জনসাধারণের নাগালের ভেতর নিয়ে যান এরশাদ। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে গেছেন। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী একমাত্র তাঁর শাসনামলেই বাংলাদেশের গ্রামবাংলার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। তিনি ছিলেন সাধারণ মানুষের বন্ধু। তাঁর মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে আলম তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।