চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা


চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল ১৪ জুলাই রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন শুনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ও আফজাল হোসেনসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা চলাকালীন চলতি বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। একই সাথে অত্র জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা পিআরএল-এ গিয়েছেন তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।