• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের ইয়ার লাঞ্চিং সভা ও কলার হ্যান্ডওভার সম্পন্ন

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১২ জুলাই শুক্রবার চাঁদপুর রোটারী সেন্টারে চাঁদপুর সেন্ট্র্রাল রোটার‌্যাক্ট ক্লাবের ইয়ার লাঞ্চিং সভা ও কলার হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০১৮-১৯ রোটারীবর্ষের সভাপতি রোটাঃ রবিউল হোসেন রাব্বির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। তারপর সভাপতি কলার ও পিন পরিয়ে ২০১৯-২০ রোটারীবর্ষের সভাপতি রোটাঃ রাজিব দাসের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর নতুন সভাপতি বোর্ডের সকল সদস্যক পরিচয় করিয়ে দেন। সভায় রোটার‌্যাক্ট প্রত্যয় পড়িয়ে এবং ক্লাব পিনের মাধ্যমে ৩ জন সদস্যকে সদস্যপদ প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্র্রাল রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও ২০১৯-২০ রোটারীবর্ষের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ আব্দুল বারী জমাদার, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের রোটাঃ পি.পি. হাবিবুর রহমান টিটু, রোটারী জেলা ৩২৮২-এর ডিস্ট্রিক্ট এডভাইজার ও চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার রোটাঃ সৈকত পাল, জোনাল রিপ্রেজেন্টেটিভ ও চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৮-১৯ রোটারীবর্ষের সভাপতি রোটাঃ অনয় দেবনাথ ধ্রুবসহ রোটার‌্যাক্ট জেলা-৩২৮২-এর অন্যান্য সদস্য ও ক্লাবের সদস্যবৃন্দ।

 

সর্বাধিক পঠিত