• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিশু নির্যাতন ও অপহরণ গুজব রোধে আল-আমিন এতিমখানায় মতবিনিময় সভা

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে শিশু নির্যাতন ও অপহরণ গুজব রোধে এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  ১৪ জুলাই রোববার বিকেলে কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মোঃ গোলাম আযম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। এদের সঠিক শিক্ষা দিলে জাতি পাবে সুনাগরিক। তাদের সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, বর্তমান দেশে পদ্মাসেতু নিয়ে যে গুজব উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ ব্যাপারে পদ্মাসেতুর দায়িত্বে যাঁরা আছেন তাঁরা বলেছেন, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। সম্পূর্ণ  মিথ্যা এবং গুজব খবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে কোনো খবর  সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেখতে হবে তা কতটুকু গ্রহণযোগ্য।
সভায় আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এএসএম শফিকুর রহমানের সভাপ্রধানে ও কোষাধ্যক্ষ মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার (অঃ দাঃ) মোঃ মাহমুদুল হক, পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি প্রমুখ।
উপস্থিত ছিলেন এতিমখানার নির্বাহী সদস্য অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ জিন্নাহ, আল-আমিন একাডেমী গুণরাজদী ক্যাম্পাস শাখার ইনচার্জ ফেরদৌসি আক্তার শিমুল, কামরুল ইসলাম, আল-আমিন মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ইসমাইল হোসেন, আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক মাওঃ মোঃ মনির হোসেনসহ এতিমখানার ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মোঃ শরিফুল ইসলাম। নাতে রাসুল উপস্থাপন করেন মোঃ তামিম ইসলাম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন রাকিবুল ইসলাম।