গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের নবীনবরণ অনুষ্ঠান
শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের প্রস্তুতি নিতে হবে : সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উচ্চ মাধ্যমিক শ্রেণি প্রতিটি শিক্ষার্থীর জন্যে গুরুত্বপূর্ণ। কারণ উচ্চ মাধ্যমিক শ্রেণি থেকেই একজন শিক্ষার্থী ভবিষ্যতে সে কী করবে, কোন্ বিষয়ে পড়বে, কী হবে সে বিষয়ে প্রস্তুতি শুরু হয়। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্যে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, শুধু ভাল ফলাফল অর্জনের জন্যে আমরা এই কলেজটি প্রতিষ্ঠা করিনি। এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করবে তারা তাদের আচার-আচরণে, কথাবার্তায়, নিষ্ঠায় সুষ্ঠুতা রক্ষা করতে হবে এবং চরিত্র গঠনে আন্তরিক হতে হবে। কলেজ গর্ভনিং বডির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষকরা সেভাবে কাজ করছে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আধুনিক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। আগামীর বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, গভর্নিং বডির সদস্য হাজী আব্দুল আহাদ, খোরশেদ আলম, রফিক উল্যাহ চৌধুরী, ফরিদগঞ্জ এ আর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, ওমর ফারুক ফারুকী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, রায়পুর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ তাওহিদ প্রমুখ। এর আগে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিবৃন্দ।