চাঁদপুর শহর জাতীয় পার্টির মতবিনিময় সভা
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা


গত ১১ জুলাই বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ অ্যাডঃ আব্দুল লতিফ শেখের চেম্বারে শহর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করবেন দলের নেতা-কর্মীরা। তারা চাঁদপুর শহর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি পবিত্র ঈদুল আযহার পর ব্যাপকভাবে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে শহর জাতীয় পার্টির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানান। তারা বলেন, ইতিমধ্যে শহর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি নিয়ে যে সকল অসাংগঠনিক বক্তব্য এসেছে তা সম্পূর্ণরূপে তাদের এখতিয়ার বহির্ভুত। কারণ জেলা কমিটি নিয়ে কথা বলার এখতিয়ার শহর কমিটি, পৌর কমিটি ও উপজেলা কমিটির নেই। জেলা কমিটির ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। এছাড়া জাতীয় পার্টি চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠনের পর বহু কর্মী সভা, বহু ইউনিয়ন সম্মেলন, চারটি উপজেলা এবং চারটি পৌরসভা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হয়। বিগত ২০ বছর পর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে এমরান হোসেন মিয়াকে দায়িত্ব দেয়ায় কমিটি আরো উজ্জীবিত হয়েছে। এমরান হোসেন মিয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সৎ ও যোগ্য সাংগঠনিক ব্যক্তিত্ব। তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন করার জন্যে চেয়ারম্যান মহোদয়ের কাছে সবসময় সময় চেয়েছেন। কিন্তু জাতীয় নির্বাচন কাছে চলে আসায় চেয়ারম্যান মহোদয় বলেছেন নির্বাচনের পরে সম্মেলন করার জন্যে। বর্তমানে চেয়ারম্যান মহোদয় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ভবিষ্যতে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি চাঁদপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে বিভ্রান্তিমূলক আলোচনা সভার মাধ্যমে বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট না করার জন্যে অনুরোধ জানান বক্তারা। সকলে ঐক্যমতে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় শহর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খুশু, অ্যাডঃ আঃ লতিফ শেখ, ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীর, শফিউল আজম শাহজাহান, শাহাদাত হোসেন মানিক, সিরাজুল ইসলাম সিরু মিজি, আবুল কালাম আজাদ (টুলু), শহর জাতীয় পার্টির সদস্য সচিব মফিজ বেপারী, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহালম মিজি, মনিরুল ইসলাম খান, স্বপন দেওয়ান, নাজমুল গাজী, গোলাম মোস্তফা, মোজাম্মেল, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সোহরাব মিজি, সদস্য সচিব ওমর ফারুক অভি প্রমুখ।