• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গ্রাম আদালত সক্রিয়করণে কচুয়ায় জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

প্রকাশ:  ১২ জুলাই ২০১৯, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গ্রাম আদালত সক্রিয়করণ সংক্রান্ত সভায় চাঁদপুরের আট উপজেলায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ভিডিও কনফারেন্সে বক্তব্য রেখেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান গ্রাম আদালতের কার্যক্রম ও চ্যালেঞ্জের বিষয়ে জেলার ৮টি উপজেলায় ভিডিও কনফরেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে কচুয়ার গ্রাম আদালত সম্পর্কিত বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল। ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট সবাই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত