• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চরফতেজংপুর বাজারস্থ ব্রিজ নির্মাণ না হওয়ায় গ্রামবাসীর চরম দুর্ভোগ

প্রকাশ:  ১০ জুলাই ২০১৯, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মেঘনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের অবহেলিত চরফতেজংপুর বাজার (আলুরবাজার)। ইউনিয়নের ৬ গ্রামের মানুষের যাতায়াত এ বাজারে। বাজারে যাবার একমাত্র খালের উপর পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না গ্রামবাসী।
বর্তমানে ওই এলাকাসহ আশপাশের এলাকার লোকজন কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রিজটি পাকা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বাড়বে বলে স্থানীয়রা জানায়। সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বাজারের পাশে মেঘনা নদী সংযোগ খালের উপর জরাজীর্ণ একটি কাঠের পুল। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ এটি কাঠ দিয়ে নির্মাণ করেছে এবং প্রতিবছরই মেরামত করছে। কিন্তু স্থায়ীভাবে এখানে পাকা ব্রিজ নির্মাণ না করায় কাঠের পুলটি কয়েক মাস পর পরেই নষ্ট হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মুকবুল হোসেন মাস্টার ও মোঃ শাহজাহান খান জানান, প্রতিদিন ইউনিয়নের লোকজন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ১০ হাজার লোক ব্রিজ দিয়ে যাতায়াত করে। ব্রিজটি পাকা করে নির্মাণ করা খুবই জরুরি। এই বিষয়ে আমরা স্থানীয় সংসদ সদস্যকেও জানিয়েছি। এটি নির্মাণ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, খালের উপর ২৬.০৬ মিটার দৈর্ঘ্যরে এখানে একটি পাকা ব্রিজ করার জন্যে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি গত ২০১৮ সালের ১ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর এই ব্রিজ নির্মাণ কাজ করার কথা। কিন্তু কী কারণে কাজ শুরু হচ্ছে না তা স্থানীয়রা কিছুই জানেন না। তবে কেউ কেউ বলছেন, যে ঠিকাদার ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন, তিনি কাজ পাওয়ার পর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তিনি কাজ করতে অপারগতা প্রকাশ করেন। তাই এটি পুনঃদরপত্রের মাধ্যমে করার কথা। ব্রিজ নির্মাণের সেই কাজ আজও শুরু হয়নি।
স্থানীয়দের দাবি, হাজার হাজার লোকের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্টরা দ্রুত ব্রিজটি নির্মাণের পদক্ষেপ নিবেন। এ ব্যাপারে মন্ত্রী ও স্থানীয় সংসদ ডাঃ দীপু মনির সুদৃষ্টি কামনা করেন তারা।

 

সর্বাধিক পঠিত