• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাকিলায় ট্রেনের ধাক্কায় মারা গেলো শিশু নুসরাত

প্রকাশ:  ১০ জুলাই ২০১৯, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের বাকিলা গাজী বাড়ির সামনে ট্রেনের ধাক্কায় শিশু নুসরাত (৪) মারা গেছে। চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা ট্রেনের ধাক্কায় গতকাল মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নুসরাত স্থানীয় গাজী বাড়ির মোঃ শাহজাহানের ছোট মেয়ে। নুসরাতরা ২ বোন ১ ভাই।
নুসরাতের চাচা স্থানীয় বাকিলা বাজারের ব্যবসায়ী জামাল হোসেন গাজী চাঁদপুর কণ্ঠকে জানান, নুসরাতদের বাড়ি লাগোয়া রেলপথ হওয়ার কারণে প্রায়সময় অন্য বাচ্চাদের সাথে নুসরাত রেলপথে হাঁটতে বা খেলতে যেতো। তারই ধারাবাহিকতায় এদিন সবার অজান্তে সে রেলপথে একা একা চলে যায়। সে রেলপথে যাওয়ার কিছু পরে ট্রেন চলে আসে। আর তখনই ট্রেনের ধাক্কায় নুসরাত মুখ ও মাথার একপাশে আঘাত পেয়ে রেলপথের পাশে পড়ে যায়। এ ঘটনা পথচারী এক নারী দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন এসে নুসরাতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী জানান, খরব পেয়ে আমি ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়েছি। পরে রেলপুলিশ আসলে তাদেরকে সাথে করে ঐ বাড়িতে যাই।
বিকেলে চাঁদপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ও সোহাগ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাশেদুল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সর্বাধিক পঠিত