• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশ:  ১০ জুলাই ২০১৯, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ টোরাগড় মুন্সি বাড়ির মৃত মাজিদ ভূঁইয়ার ছেলে ইয়াছিন ভূঁইয়া সরকারি খাস জমিতে জোরপূর্বক একটি ভবন নির্মাণ করেন। এদিকে ভবনের একাংশ সরকারি সম্পত্তি দাবি করে বাড়ির লোকজন ভবন নির্মাণে বাধা দেয়। বাড়ি ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, টোরাগড় মৌজার সাবেক ৩৭৭ হাল ৩০২৩নং দাগের সরকারি হালটের উপর জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ করছে ইয়াছিন ভূঁইয়া। বাড়ির লোকজন তাতে বাধা দিলে তিনি তাতে কোনো কর্ণপাত না করে ভবন নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখেন। পরে এলাকাবাসীর পক্ষে মাসুদ হোসেন (পিতা হেদায়েত উল্যাহ) নামে এক ব্যক্তি গত ৩ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা ভূমি অফিস অভিযোগটি পেয়ে পৌর ভূমি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়।
হাজীগঞ্জ পৌর ভূমি কর্মকর্তা শাহজাহান খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। নির্মাণাধীন ভবনের একাংশ সরকারি হালটে পড়েছে। আমরা তদন্ত প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে পাঠাবো। সহকারী কমিশনার (ভূমি) বা ভূমি অফিস আইনগত ব্যবস্থা নেবে।
ইয়াছিন ভূঁইয়া জানান, সম্পত্তিটি আমার ক্রয়কৃত। বাড়ি করতে গিয়ে ভুল করে সরকারি হালটে বাড়ির সামান্য অংশ পড়েছে। আমি সরকারি হালটের জায়গা ছেড়ে দেবো।

 

সর্বাধিক পঠিত