তরপুরচন্ডীতে কমিউনিটি পুলিশিং সভা


চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই সোমবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি মরণব্যাধি। এই মাদক যে সেবন ও বিক্রি করে সেই পরিবারটি ধ্বংস হয়ে যায়। মাদক নির্মূল করার জন্যে প্রশাসন বলিষ্ঠ ভূমিকা রেখেছে। যারা এই মরণব্যাধির সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। যাতে করে মাদকের সাথে আর কেউ জড়িত হতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করার জন্যে। তিনি আরো বলেন, এই মাদক নির্মূল করতে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তা ও স্থানীয় সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। আর তা বন্ধে সকলের সচেতনতা প্রয়োজন। ইউনিয়ন পর্যায়ে যারা কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বভার গ্রহণ করবেন তারা অবশ্যই মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ও পুলিশকে অবহিত করতে হবে।
তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং প্রধান উপদেষ্টা ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ ও কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আব্দুর রব, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
তরপুরচ-ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ টিপু খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, ওয়ার্ড মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় তরপুরচ-ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠনকল্পে আলোচনা হয়। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের একাধিক নাম প্রস্তাব করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।