গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে চাঁদপুর জেলা গণফোরামের প্রতিবাদ সভা ও মিছিল
প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক


গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে জেলা গণফারাম। ৯ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের শপথ চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল।
জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদার, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, গণফোরাম নেতা রুহুল মতিন, মোঃ শাহাজাহান, আবুল কালাম, আকবর ফরাজী, জাহাঙ্গীর আলম, আলামিন, আলমগীর হোসেন, বিল্লাল শেখ, মহিলা নেত্রী আনোয়ারা, শরীয়তুননেছা প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে মিছিলটি কালীবাড়ি ঘুরে জেএম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।