পুরাণবাজারে মাদকবিরোধী গণসচেতনতামূলক মিছিল


চাঁদপুর মডেল থানার উদ্যোগে ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় পুরাণবাজারে মাদকবিরোধী মিছিল বের করা হয়েছে। গতকাল ৯ জুলাই সোমবার বিকেলে পুরাণবাজার ফাঁড়ির সম্মুখ হতে মিছিলটি বের হয়ে পুরাণবাজার ব্যবসায়িক এলাকাসহ নতুন রাস্তা, রিফিউজি ক্যাম্পসহ খালের দক্ষিণপাড় সংলগ্ন রাস্তা, রয়েজ রোড, মেরকাটিজ রোড, নিতাইগঞ্জ ঘুরে পুনরায় ফাঁড়ির সামনে এসে শেষ হয়। মিছিলে পৌর কাউন্সিলর মোঃ আলী মাঝি, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ শহীদ হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পুরাণবাজার ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়া, এসআই জাহাঙ্গীর, এসআই আনোয়ার, এএসআই মজিবুর, হাবিলদার শ্রীবাস দাস, নাট্যশিল্পী গোবিন্দ মন্ডল, ভাই ভাই ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদল, সহ-সভাপতি আঃ মজিদ খান ডেঙ্গু, মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, সদস্য পারভেজ গাজী প্রমুখ অংশ নেন।
পুরাণবাজারসহ দেশের সকল অঞ্চলকে মাদকমুক্ত রাখাসহ গণসচেতনতা বৃদ্ধিতে এ মিছিল করা হয়। মিছিলে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিক্রেতাগণ অংশ নেন এবং তারা আর এ ঘৃণিত কাজের সাথে জড়িত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মোঃ আলী মাঝিসহ পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মোহম্মদ শহীদ হোসেন মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদকের সাথে যে বা যারাই জড়িত থাকবে তারা যেন কোনো অবস্থাতেই ছাড় না পায় সে ব্যাপারে যা যা করণীয় তা করা হবে বলে জানান।